অদ্য ২১.০৪.২০২৫ তারিখে গোপালগঞ্জ সদর উপজেলার জুয়েলারি সমিতির প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ব্যবসায়ী প্রতিনিধিদের বিএসটিআই'র সেবা প্রদান বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয় এবং ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ বিএসটিআইকে উক্ত সেবা প্রদান কার্যক্রম বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন বলে অবহিত করেন। সভায় বিএসটিআই গোপালগঞ্জ অফিসের অফিস প্রধান জনাব গোবিন্দ কুমার ঘোষ, সহকারী পরিচালক(সিএম) এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ বিল্লাল হোসেন, সহকারী পরিচালক(মেট্রোলজি) এবং বিএসটিআই গোপালগঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও জুয়েলারি সমিতির সাবেক সভাপতি, আহবায়ক, সাধারণ সম্পাদকসহ অন্যান্য ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ। সভার স্থিরচিত্র সংযুক্ত করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস