অদ্য ১৯/০৮/২০২৪ খ্রি. তারিখে গোপালগঞ্জ জেলা সদর, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে নিম্নবর্ণিত কারখানা/প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করা হয়:
১. মায়ের দোয়া মধু খামার, ঘোষগাতি, পাইককান্দি, সদর, গোপালগঞ্জ
২. রুমি ফিড, বরাসুর, ভাটিয়াপাড়া, কাশিয়ানী, গোপালগঞ্জ।
৩. নাছির ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, জয়নগর, কাশিয়ানী, গোপালগঞ্জ।
৪. মায়ের দোয়া বেকারী, গেড়াখোলা বাজার, মুকসুদপুর, গোপালগঞ্জ।
৫. লেনিন মোল্লা বেকারী, বাগিয়া, কাশিয়ানী, গোপালগঞ্জ
৬. সাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট, হিরনকান্দী, মহেষপুর, কাশিয়ানী, গোপালগঞ্জ
৭. মধুমতি বেকারী, ভাটিয়াপাড়া বাজার, কাশিয়ানী, গোপালগঞ্জ
উক্ত অভিযানটি বিএসটিআই, গোপালগঞ্জ এর জনাব নাঈর আউসাফ রহমান, ফিল্ড অফিসার (সিএম) কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে বিএসটিআই, গোপালগঞ্জ এর এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস