Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ সার্ভিল্যান্স অভিযান (ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত) স্থান: গোপালগঞ্জ
বিস্তারিত

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ

           সার্ভিল্যান্স অভিযান

 (ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত)

      স্থান: সদর, গোপালগঞ্জ।


অদ্য ১৬/১০/২০২৪ খ্রি. তারিখে গোপালগঞ্জ জেলা সদরে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে নিম্নবর্ণিত কারখানা/প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করা হয়:

১. মেসার্স পাভেল ব্রিকস-২, চরপুকুরিয়া, সদর, গোপালগঞ্জ-কে বকেয়া বিল পরিশোধসহ লাইসেন্স নবায়নের তাগাদা দেওয়া হয়। 

২. মেসার্স রাজ ব্রিকস, চরপুকুরিয়া, সদর গোপালগঞ্জ। 

৩. মেসার্স মিরাজ ব্রিকস, চরপুকুরিয়া, সদর গোপালগঞ্জ 

৪. মেসার্স পাভেল ব্রিকস-১, চরপুকুরিয়া, সদর, গোপালগঞ্জ।

৫. মেসার্স গাজী ব্রিকস, সরসপুর, সদর, গোপালগঞ্জ।

৬. মেসার্স এস এম ব্রিকস, মানিকহার, গোপালপুর, গোপালগঞ্জ। 

৭. মেসার্স কিং ব্রিকস, দক্ষিণপাড়া, গোপালপুর, গোপালগঞ্জ। 

৮. মেসার্স শুভ ব্রিকস, মধুপুর, গোপালগঞ্জ 

উক্ত প্রতিষ্ঠানগুলোকে সিএম লাইসেন্স গ্রহণের তাগাদা দেওয়া হয়;

   ৯. মেসার্স গোপালগঞ্জ ফিলিং স্টেশন, কুয়াডাঙ্গা, সদর, গোপালগঞ্জ প্রতিষ্ঠানে অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। 


জনাব মোঃ মোস্তাক আহমেদ, সহকারী পরিচালক (সিএম), এর নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানে  জনাব জয়দেব রাজবংশী, সহকারী পরিচালক (মেট্রোলজি), জনাব নাঈর আউসাফ রহমান, ফিল্ড অফিসার (সিএম), জনাব আল আমিন সরকার, পরিদর্শক ( মেট্রোলজি), অংশগ্রহণ করেন। জনস্বার্থে বিএসটিআই, গোপালগঞ্জ এর এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
16/10/2024
আর্কাইভ তারিখ
16/10/2026