Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ সার্ভিল্যান্স অভিযান (ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত) । স্থান: মাদারীপুর ও শরীয়তপুর জেলা । তারিখ: ১১-০৮-২০২৫
বিস্তারিত

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ

           সার্ভিল্যান্স অভিযান

 (পণ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত এবং ওজন ও পরিমাপ যাচাই)

      স্থান: মাদারীপুর ও শরীয়তপুর জেলা


অদ্য ১১-০৮-২০২৫ খ্রি. তারিখে মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়৷ পরিচালিত সার্ভিল্যান্স কার্যক্রম  নিম্নবর্ণিত প্রতিষ্ঠানসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়:


১. মোনো কনজিউমার্স লিমিটেড, ঘটমাঝি, সদর, মাদারীপুর,

২. নিউ অরবিটাল বেকারী, খাগদি, সদর, মাদারীপুর,

৩. নাছিমা অয়েল মিল, বিসিক শি/ন, সদর, মাদারীপুর,

৪. জেরিন ফুড প্রোডাক্টস, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর

ক্রমিক নং ১-৪ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ/নবায়নের আবেদন গ্রহণ করা হয় এবং একই সাথে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ/নবায়নের জন্য বলা হয়।

৫. নাদিম অয়েল মিল, বিসিক শি/ন, সদর, মাদারীপুর, 

৩. হোলি মদিনা ট্রেডার্স, বিসিক শি/ন, সদর, মাদারীপুর,

৬. জেবা অয়েল মিল - ২, বিসিক শি/ন, সদর, মাদারীপুর,

৭. যমুনা মসলা এন্ড অয়েল মিল, নড়িয়া বাজার, নড়িয়া, শরীয়তপুর

৮. আদি ভোলানাথ মিষ্টান্ন ভান্ডার, নড়িয়া বাজার, নড়িয়া, শরীয়তপুর,

ক্রমিক নং ৫-৮ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য তাগিদ দেয়া হয়।

৯. স্বাধীন বাংলা ফুড প্রোডাক্টস, ভোজেশ্বর বাজার, নড়িয়া, শরীয়তপুর প্রতিষ্ঠানে সিএম লাইসেন্স নবায়নের ৫৫,২০০/- বকেয়া বিল পে অর্ডার গ্রহণের মাধ্যমে আদায় করা হয়। 

১০. মা বাবার দোয়া বেকারী, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর প্রতিষ্ঠানে সিএম লাইসেন্স নবায়নের ১৮,৯৭৫/- বকেয়া বিল পে অর্ডার গ্রহণের মাধ্যমে আদায় করা হয়।

১১. দেশ ফুড প্রোডাক্টস, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর,

১২. হাজি ফুড প্রোডাক্টস,  বিসিক শি/ন, সদর, শরীয়তপুর

ক্রমিক নং ১১-১২ প্রতিষ্ঠানসমূহে সিএম লাইসেন্সের বকেয়া বিল পরিশোধের তাগিদ দেওয়া হয়।



জনাব গোবিন্দ কুমার ঘোষ, সহকারী পরিচালক (সিএম) ও অফিস প্রধান এর নেতৃত্বে এবং জনাব নাঈর আউসাফ রহমান, ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে গঠিত টিম উক্ত অভিযান পরিচালনা করেন। জনস্বার্থে বিএসটিআই, গোপালগঞ্জ এর এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
12/08/2025
আর্কাইভ তারিখ
11/08/2026