বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত এবং ওজন ও পরিমাপ যাচাই)
স্থান: মাদারীপুর ও শরীয়তপুর জেলা
অদ্য ১১-০৮-২০২৫ খ্রি. তারিখে মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়৷ পরিচালিত সার্ভিল্যান্স কার্যক্রম নিম্নবর্ণিত প্রতিষ্ঠানসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়:
১. মোনো কনজিউমার্স লিমিটেড, ঘটমাঝি, সদর, মাদারীপুর,
২. নিউ অরবিটাল বেকারী, খাগদি, সদর, মাদারীপুর,
৩. নাছিমা অয়েল মিল, বিসিক শি/ন, সদর, মাদারীপুর,
৪. জেরিন ফুড প্রোডাক্টস, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর
ক্রমিক নং ১-৪ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ/নবায়নের আবেদন গ্রহণ করা হয় এবং একই সাথে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ/নবায়নের জন্য বলা হয়।
৫. নাদিম অয়েল মিল, বিসিক শি/ন, সদর, মাদারীপুর,
৩. হোলি মদিনা ট্রেডার্স, বিসিক শি/ন, সদর, মাদারীপুর,
৬. জেবা অয়েল মিল - ২, বিসিক শি/ন, সদর, মাদারীপুর,
৭. যমুনা মসলা এন্ড অয়েল মিল, নড়িয়া বাজার, নড়িয়া, শরীয়তপুর
৮. আদি ভোলানাথ মিষ্টান্ন ভান্ডার, নড়িয়া বাজার, নড়িয়া, শরীয়তপুর,
ক্রমিক নং ৫-৮ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য তাগিদ দেয়া হয়।
৯. স্বাধীন বাংলা ফুড প্রোডাক্টস, ভোজেশ্বর বাজার, নড়িয়া, শরীয়তপুর প্রতিষ্ঠানে সিএম লাইসেন্স নবায়নের ৫৫,২০০/- বকেয়া বিল পে অর্ডার গ্রহণের মাধ্যমে আদায় করা হয়।
১০. মা বাবার দোয়া বেকারী, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর প্রতিষ্ঠানে সিএম লাইসেন্স নবায়নের ১৮,৯৭৫/- বকেয়া বিল পে অর্ডার গ্রহণের মাধ্যমে আদায় করা হয়।
১১. দেশ ফুড প্রোডাক্টস, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর,
১২. হাজি ফুড প্রোডাক্টস, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর
ক্রমিক নং ১১-১২ প্রতিষ্ঠানসমূহে সিএম লাইসেন্সের বকেয়া বিল পরিশোধের তাগিদ দেওয়া হয়।
জনাব গোবিন্দ কুমার ঘোষ, সহকারী পরিচালক (সিএম) ও অফিস প্রধান এর নেতৃত্বে এবং জনাব নাঈর আউসাফ রহমান, ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে গঠিত টিম উক্ত অভিযান পরিচালনা করেন। জনস্বার্থে বিএসটিআই, গোপালগঞ্জ এর এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।