*বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ*
*সার্ভিল্যান্স অভিযান*
(পণ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত এবং ওজন ও পরিমাপ যাচাই)
স্থান: শিবচর, মাদারীপুর
অদ্য ২৮/০৫/২০২৫ খ্রি. তারিখে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে নিম্নবর্ণিত প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করা হয়:
দীপ দধি ভাণ্ডার, ঘোষ মিষ্টান্ন ভান্ডার, গোবিন্দ ঘোষ মিষ্টান্ন ভান্ডার, প্রধান সড়ক, পৌর এলাকা, শিবচর, মাদারীপুর প্রতিষ্ঠানগুলোকে আগামী ০২-০৬-২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে লাইসেন্স গ্রহণের আবেদন করার জন্য পরামর্শ প্রদান করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। এর পাশাপাশি নিউ মদিনা বি-বাড়িয়া বেকারী, মহাসিন ক্লাব রোড, শিবচর, মাদারীপুর প্রতিষ্ঠানে বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়ন ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য বলা হয়। এছাড়া অধিকারী মিষ্টান্ন ভণ্ডার ও ইসলাম সুইটস, সদর রোড, শিবচর, মাদারীপুর প্রতিষ্ঠানে ফার্মেন্টেড মিল্ক পণ্যের অনুকূলে আবেদন গ্রহণ করা হয়।
এর পাশাপাশি পপুলার ওয়ার্ল্ড ফুড এন্ড বেভারেজ, পাটকান্দা, শিবচর, মাদারীপুর প্রতিষ্ঠানে আইসক্রিম পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের আবেদনের প্রেক্ষিতে কারখানা প্রাথমিক পরিদর্শন করা হয়।
জনাব গোবিন্দ কুমার ঘোষ, সহকারী পরিচালক (সিএম) ও অফিস প্রধান এর নেতৃত্বে এবং জনাব নাঈর আউসাফ রহমান, ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে গঠিত টিম উক্ত অভিযান পরিচালনা করেন। জনস্বার্থে বিএসটিআই, গোপালগঞ্জ এর এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস