বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত এবং ওজন ও পরিমাপ যাচাই)
স্থান: গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা
অদ্য ১২-০৮-২০২৫ খ্রি. তারিখে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়৷ পরিচালিত সার্ভিল্যান্স কার্যক্রমে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়:
১. উত্তম অয়েল মিল, বিসিক শি/এ, সদর, গোপালগঞ্জ
২. এহসান বেকারি, জেলখানা রোড, সদর, গোপালগঞ্জ
৩. গোল্ডেন আর্ক প্রাইভেট লিমিটেড, বিসিক শি/এ(সম্প্রসারণ), সদর, গোপালগঞ্জ
ক্রমিক নং ১-৩ প্রতিষ্ঠানসমূহের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ প্রদানের লক্ষ্যে কারখানা পরিদর্শন এবং ওজন ও পরিমাপ পরীক্ষণ করা হয়। একই সাথে মোড়কে প্রয়োজনীয় সংশোধন প্রদান করা হয়।
৪. শশী অর্গানিক ফুড, রাতইল, কাশিয়ানী, গোপালগঞ্জ
৫. বনভূমি এগ্রো ফুড, কলেজ মোড়, মুকসুদপুর, গোপালগঞ্জ
ক্রমিক নং ৪-৫ এ বর্ণিত প্রতিষ্ঠানসমূহে উৎপাদিত নতুন কিছু মোড়কজাত পণ্যের অনুকূলে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেয়া হয়।
৬. অখিল মিষ্টান্ন ভান্ডার, ভাটিয়াপাড়া, কাশিয়ানী গোপালগঞ্জ
৭. মা লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভান্ডার, কলেজ মোড়, মুকসুদপুর, গোপালগঞ্জ
৮. সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার, কলেজ মোড়, মুকসুদপুর, গোপালগঞ্জ
৯. বিসমিল্লাহ অটো রাইস মিল, রাজৈর, মাদারীপুর
ক্রমিক নং ৬-৮ প্রতিষ্ঠানসমূহে ফার্মেন্টেড মিল্ক পণ্যের সিএম ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ এবং ৯ নং প্রতিষ্ঠানে চাল পণ্যের পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেয়া হয়।
জনাব মোঃ বিল্লাল হোসেন, সহকারী পরিচালক (মেট্রোলজি) এবং জনাব তাসনীম দোহা, পরিদর্শক (মেট্রোলজি) এর সমন্বয়ে গঠিত টিম উক্ত কার্যক্রম পরিচালনা করেন।
জনস্বার্থে বিএসটিআই, গোপালগঞ্জ এর এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস