Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা প্রশাসন, মাদারীপুর এর নেতৃত্বে ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ এর সহায়তায় ১০-০৭-২০২৪ খ্রিঃ তারিখে মাদারীপুর সদরে মোবাইল কোর্ট পরিচালনা।
বিস্তারিত

*বিএসটিআই আঞ্চলিক কার্যালয়,   

                 গোপালগঞ্জ । 

           মোবাইল কোর্ট

      অভিযুক্ত প্রতিষ্ঠান: ০২ টি।

      স্থান: সদর, মাদারীপুর। 

      জরিমানা: ৪৫,০০০ /-

অদ্য ১০/০৭/২০২৪ খ্রি. তারিখে মাদারীপুর জেলা সদরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে... 

১। বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস, মোস্তফাপুর, সদর, মাদারীপুর  প্রতিষ্ঠানে  "প্যাকেজড ড্রিংকিং ওয়াটার" ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২/৫২ ধারায় ২০,০০০/- জরিমানা করা হয়।

২। রহমান বেকার্স, মোস্তফাপুর, সদর, মাদারীপুর প্রতিষ্ঠানে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ না করে "কেক" ও "ব্রেড" পণ্যের লেবেল এ স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ১৫(১)/২৭ ধারায় ২৫,০০০/- জরিমানা করা হয়।

জনাব নাঈর আউসাফ রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ হাসিবুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, গোপালগঞ্জ উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই, গোপালগঞ্জ এর এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
11/07/2024
আর্কাইভ তারিখ
12/07/2026