Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ মুনমুন পাল মহোদয়ের নেতৃত্বে, বাংলাদেশ সেনাবাহিনী ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ এর সহায়তায় ৩১-০৫-২০২৫ খ্রিঃ তারিখে কাশিয়ানী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা।
বিস্তারিত

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ।

           মোবাইল কোর্ট

      অভিযুক্ত প্রতিষ্ঠান: ০১টি।

      স্থান: কাশিয়ানী, গোপালগঞ্জ। 

      জরিমানা: ২৫,০০০/-



অদ্য ৩১-০৫-২০২৫ তারিখে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় উপজেলা প্রশাসন, কাশিয়ানী, গোপালগঞ্জ; বাংলাদেশ সেনাবাহিনী ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জ-এর উদ্দ্যেগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে সঠিক প্রক্রিয়া অনুসরণ ও উৎকৃষ্ট কাচামাল ব্যাবহার না করে সিনথেটিক ডিটারজেন্ট পাউডার পণ্য তৈরী করা ও বৈধ অনুমোদন ছাড়া এবং সঠিক প্রকৃয়া ব্যবহার না করে লিকুইড টয়লেট ক্লিনার, শ্যাম্পু উৎপাদন করা এবং অন্য প্রতিষ্ঠানের মসকিউটো কয়েল, এডিবল জেলি, আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংকস পণ্যসমুহ বিক্রয় বিতরণ করার অপরাধে  বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সোহাগ এগ্রো ফুড এন্ড কেমিকেলস ইন্ডাস্ট্রিজ, ভুলবাড়িয়া, ধলগ্রাম, কাশিয়ানী, গোপালগঞ্জ প্রতিষ্ঠানকে ১ টি মামলা দায়ের করে ২৫,০০০/- (পঁচিশ হাজার) জরিমানা করা হয়। 

পাশাপাশি ডিশ ওয়াশ, টয়লেট ক্লিনার, কয়েল, সিনথেটিক ডিটার্জেন্ট পাউডার, বিভিন্ন প্লাস্টিকের বোতল, বিভিন্ন ধরণের কেমিকেলস জব্দ করা হয় এবং ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়। 


উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজ মুনমুন পাল। আদালতকে সহযোগিতা করেন জনাব নাঈর আউসাফ রজমান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, গোপালগঞ্জ।


জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
03/06/2025
আর্কাইভ তারিখ
03/06/2026